আহসান হাবীব: দোতলার ল্যন্ডিং মুখোমুখি ফ্ল্যাট। একজন সিঁড়িতে, একজন দরোজায়


: আপনারা যাচ্ছেন বুঝি?
: লে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব
: বছর দুয়েক হলো, তাই নয়?
: তারো বেশিআপনার ডাকনাম শানু, ভালো নাম?
: শাহানা, আপনার?

: মাবু
: জানি
: মাহবুব হোসেনআপনি খুব ভালো সেলাই জানেন
: কে বলেছেআপনার তো অনার্স ফাইনাল, তাই নয়?
: এবার ফাইনাল
: ফিজিক্স-এ অনার্স
: কি আশ্বর্যআপনি কেন ছাড়লেন হঠাৎ?
: মা চান নামানে ছেলেদের সঙ্গে বসে
: সে যাক গে, পা সেরেছে?
: কি করে জানলেন?
: এই আর কিসেরে গেছে?
: ও কিছু না, প্যাসেজটা পিছল ছিলো মানে
: সত্যি নয়উঁচু থেকে পড়ে গিয়ে
: ধ্যাৎখাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো?
: মা বলেছে?
: শুনতে পাই? বছর দুয়েক হলো, তাই নয়?
: তারো বেশিআপনার টবের গাছে ফুল এসেছে?
: নেবেন? না থাকরিকসা এলো, মা এলেন, যাই
: যাইআপনি সন্ধেবেলা ওভাবে পড়বেন না,
  চোখ যাবে, যাই
: হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই
: যান, আপনার মা আসছেনমা ডাকছেন, যাই

0 comments:

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP